পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবি করল পার্বত্য নাগরিক পরিষদ
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন নাগরিক পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাংলাদেশ সংবিধানের সঙ্গে ‘সাংঘর্ষিক ও বৈষম্যমূলক’ দাবি করে চুক্তি বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মো. শাব্বির আহম্মদ, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মো. সোলায়মান, সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘‘বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধানের মৌলিক কাঠামোর সুরক্ষার স্বার্থে আমরা ১৯৯৭ সালের তথাকথিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অবিলম্বে বাতিল করার জোর দাবি জানাচ্ছি। চুক্তি বাতিল ছাড়া পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা কোনোদিনই সম্ভব নয়।’’
সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল নাগরিকের জন্য সমান রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূমি অধিকার নিশ্চিত করতে হবে, যেখানে কোনো জাতিগোষ্ঠীর জন্য কোনো বিশেষ সুবিধা থাকবে না। পাহাড়ে সক্রিয় সকল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে পার্বত্য অঞ্চলে প্রত্যাহার করা সকল নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপন করতে হবে।
ঢাকা/শংকর/বকুল