ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৫৩, ৩ ডিসেম্বর ২০২৫
বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল: সালাহউদ্দিন আহমদ

মঙ্গলবার রাতে কক্সবাজারের ফাঁসিয়াখালী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ দাবি করেন।

আরো পড়ুন:

সালাহউদ্দিন আহমদ বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে আমি নিজে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের মতো নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। বিভিন্ন রিপোর্ট আমাদের হাতে এসেছে—বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল।”

তিনি বলেন, “ইজ্জত ও মর্যাদার মালিক আল্লাহ। তিনি যাকে ইজ্জত দেন, তাকেই সম্মানিত রাখেন। আমরা দোয়া করি, আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার মর্যাদা বৃদ্ধি করেন এবং দেশের উন্নতি, গণতন্ত্র ও মানুষের ঐক্যের স্বার্থে তাকে জীবিত রাখেন।”

পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সালাহউদ্দিন আহমদ। পরে তিনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশের শান্তি, আইনশৃঙ্খলা, জাতীয় ঐক্য ও জনগণের কল্যাণ কামনা করেন।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়