ঢাকা     শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোর-২: বিএনপির দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:০৩, ৩ জানুয়ারি ২০২৬
নাটোর-২: বিএনপির দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা

রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৬২ লাখ ৫৬ হাজার ৮৪১ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে তার জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

হলফনামা অনুযায়ী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু পেশায় নাটোর জজকোর্টের আইনজীবী। আয়ের প্রধান উৎস হিসেবে তিনি আর্থিক পরিসম্পদের কথা উল্লেখ করেছেন। ২০২৫–২৬ করবর্ষে কৃষি খাত থেকে তার আয় ২ লাখ ৪০ হাজার টাকা। অবশিষ্ট ৭০ লাখ ৯৫ হাজার ৭৮ টাকা এসেছে আর্থিক পরিসম্পদ থেকে। এসব আয়ের বিপরীতে তিনি ১৯ লাখ ১৭ হাজার ৬ টাকা আয়কর পরিশোধ করেছেন।

আরো পড়ুন:

হলফনামায় আরো উল্লেখ করা হয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর হাতে নগদ অর্থ রয়েছে ১ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৮০৪ টাকা। ব্যাংকে জমা রয়েছে ৪৭ লাখ ৮৯ হাজার ৮৭৬ টাকা। তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজে তার বিনিয়োগ ২ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া সঞ্চয়পত্রসহ বিভিন্ন মেয়াদি আমানতে তার বিনিয়োগের পরিমাণ ৩ কোটি ৪০ লাখ টাকা, যা তার আর্থিক পরিসম্পদের বড় অংশ।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু উত্তরাধিকার সূত্রে পেয়েছেন ১ কোটি ৮০ লাখ ৬ হাজার ১৬১ টাকা। তার নামে রয়েছে ২০ ভরি সোনা। স্থাবর সম্পদের মধ্যে রাজধানী ঢাকার বনানীতে তার নামে ৫ কাঠার একটি প্লট রয়েছে, যার মূল্য ৫৫ লাখ টাকা। নাটোরের আলাইপুরে রয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ১১৭ টাকা মূল্যের তিনতলা একটি বাড়ি। রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মালিকানায় রয়েছে ৪০ বিঘা কৃষিজমি।

হলফনামায় আরো জানানো হয়, বর্তমানে দুলুর বিরুদ্ধে আয়কর, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে মোট ৪৪টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি মামলা বিচারাধীন এবং বাকি মামলাগুলো স্থগিত রয়েছে।

রাজনৈতিক জীবনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুনে নাটোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি ভূমি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুষ্ঠিত পরবর্তী চারটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি।

ঢাকা/আরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়