তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব নিয়োগ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
(বাঁ থেকে) এ বি এম আব্দুস সাত্তার এবং এ এ এম সালেহ (সালেহ শিবলী)।
বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জনাব এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আজ (শনিবার ৩ জানুয়ারি) বিএনপি পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা এবং রাজনৈতিক ও গণমাধ্যম সমন্বয় জোরদার করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত দুজনই নিজ নিজ ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার জন্য পরিচিত।
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন কর্মকর্তা হিসেবে পরিচিত। অন্যদিকে সাংবাদিকতায় দীর্ঘদিন সক্রিয় থাকা এ এ এম সালেহ (সালেহ শিবলী) গণমাধ্যম অঙ্গনে সুপরিচিত নাম।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, এই নিয়োগের মাধ্যমে বিএনপির রাজনৈতিক কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
ঢাকা/আলী/এস