বাধা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে: রিজওয়ানা
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরাজিত শক্তি কিছু বাধা সৃষ্টি করতে পারে, তবে সেগুলো অতিক্রম করেই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেস ক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, “ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশাবাদী, এসব পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। এ জন্য শুরু থেকেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম হাতে নিয়েছে।”
বিভিন্ন গণমাধ্যমে হামলা ও ‘মব’ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি। গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা সম্ভব হয়েছে, তাই বাকি চ্যালেঞ্জগুলো সরকার সফলভাবে মোকাবিলা করতে পারবে বলে আশা করছি।”
এর আগে, প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তথ্য উপদেষ্টা বলেন, “সরকার সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। একই সঙ্গে গণভোট ও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য সচিব মাহনুবা ফারজানা এবং সিলেট প্রেস ক্লাবের নেতারা।
ঢাকা/রাহাত/মাসুদ