ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।
সিবিএস জানিয়েছে, পেন্টাগন মন্তব্যের জন্য সমস্ত অনুরোধ হোয়াইট হাউসে পাঠিয়েছে। তবে হোয়াইট হাউস এখনো এ ব্যাপারে কেনো প্রতিক্রিয়া জানায়নি।
শনিবার স্থানীয় সময় ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের কারণ কী ছিল বা ঠিক কোথায় তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরে শহরের দক্ষিণাঞ্চলের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
বিস্ফোরণের পরপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা বলে অভিযোগ করেছেন।
বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট মাদুরো ‘জাতীয় ভূখণ্ডজুড়ে বহিরাগত অস্থিরতার ঘোষণা দিয়ে ডিক্রি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি ‘যথাযথ সময়ে এবং উপযুক্ত পরিস্থিতিতে’ সমস্ত জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
তিনি ‘দেশের সমস্ত সামাজিক ও রাজনৈতিক শক্তিকে একত্রিতকরণ পরিকল্পনা সক্রিয় করার এবং এই সাম্রাজ্যবাদী আক্রমণের নিন্দা করার’ আহ্বানও জানিয়েছেন।
ঢাকা/শাহেদ