শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত পুলিশ: কমিশনার
জেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। (ফাইল ছবি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন আসন্ন নির্বাচনে পুলিশ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এরইমধ্যে অনেককে গানম্যান দেওয়া হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভা শেষে তিনি আরো বলেন, “নির্বাচনের আর মাত্র বাকি আছে ৪০ দিন। এই ৪০ দিনে রাজধানীতে নির্বাচনকেন্দ্রীক কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা সহিংসতা যেন না হয়, সেজন্য পুলিশ সদা প্রস্তুত রয়েছে। এরমধ্যেই নির্বাচনী দায়িত্ব বিষয়ে প্রতিটি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচনে সম্ভাব্য কারা ব্যাঘাত ঘটাতে পারে তাদের বিষয়ে শুরু করা হয়েছে নজরদারি। অনেককে নিয়ে আসা হয়েছে আইনের আওতায়।”
তিনি আরো বলেন, “এছাড়াও কোন প্রার্থী যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
ঢাকা/এমআর/এস