মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গোপালগঞ্জের মুকসুদপুরে মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় ষাটোর্ধ্ব এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ভাংগাপোল এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আজ শনিবার সকালে ভাংগাপোল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন এক ব্যক্তি। এসময় ফাল্গুনী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা কেউ মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি। পরিচয় শনাক্তের কাজ চলছে।
ঢাকা/বাদল/মাসুদ