বরিশালে ট্রাকচাপায় ২ যুবক নিহত
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল
বরিশাল নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠী সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- নগরীর রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার রাসেল (২৫)। তারা দুজনেই এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আনা ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। গুরুতর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটির চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।
ঢাকা/পলাশ/মাসুদ