ভেনেজুয়েলার রাজধানীতে বিস্ফোরণ
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরে শহরের দক্ষিণাঞ্চলের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
ভোর ২টার দিকে শুরু হওয়া এই অস্থিরতার কারণ কী ছিল বা ঠিক কোথায় তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। রয়টার্স তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো যাচাই করতে পারেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় স্থল অভিযানের হুমকি দিয়েছেন। তিনি প্রকাশ্যে তার লক্ষ্যগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেননি তবে ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছেন। ট্রাম্প সোমবার জানিয়েছিলেন, মাদুরোর ক্ষমতা ছেড়ে দেওয়া ‘বুদ্ধিমানের কাজ’ হবে। ট্রাম্প গত মাসে মাদুরোকে চাপ দেওয়ার কৌশলের অংশ হিসেবে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা বাইরে যাওয়া সমস্ত অনুমোদিত জাহাজ অবরোধের ঘোষণা করেছিলেন।
ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ দখলের জন্য ট্রাম্প প্রশাসন সরকার পরিবর্তনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মাদুরো।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক্স-এ লিখেছেন, “এই মুহূর্তে তারা কারাকাসে বোমা হামলা চালাচ্ছে। সবাইকে সতর্ক করুন - তারা ভেনেজুয়েলায় আক্রমণ করেছে। তারা ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা হামলা চালাচ্ছে। (আমেরিকান স্টেটস অর্গানাইজেশন) এবং জাতিসংঘকে অবিলম্বে বৈঠকে বসতে হবে।”
মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন তৈরি করেছে, যার মধ্যে রয়েছে ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ এবং উন্নত যুদ্ধবিমান।
ঢাকা/শাহেদ