ঢাকা     রোববার   ০৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে আগুনে পুড়িয়ে দেওয়া সেই ব্যবসায়ীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ৩ জানুয়ারি ২০২৬  
শরীয়তপুরে আগুনে পুড়িয়ে দেওয়া সেই ব্যবসায়ীর মৃত্যু

বুধরাতে রাতে আহত অবস্থায় খোকনকে হাসপাতালে নেওয়া হয়

শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাতের পর শরীরে আগুন ধরিয়ে দেওয়া ওষুধ ব্যবসায়ী খোকন দাস মারা গেছেন। 

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:  হামলাকারীদের চিনে ফেলায় শরীরে আগুন দিয়ে হত্যাচেষ্টা

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকনের পর হামলা হয়। তিনি একই এলাকার রেশ দাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন খোকন। এসময় চিনে ফেললে হামলাকারীরা তার শরীর ও মুখে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে খোকনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাতে খোকনের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) ও শহীদ সরদারের ছেলে পলাশ সরদারের (২৫) বিরুদ্ধে থানায় মামলা করেন। 

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন বলেন, “আমরা ইতোমধ্যে স্বজনদের কাছ থেকে খোকনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।” 

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়