ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনা-২ 

বার্ষিক আয় ও সম্পদে বিএনপির মঞ্জু থেকে এগিয়ে জামায়াতের হেলাল

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৪ জানুয়ারি ২০২৬  
বার্ষিক আয় ও সম্পদে বিএনপির মঞ্জু থেকে এগিয়ে জামায়াতের হেলাল

বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (ডানে)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর চেয়ে সম্পদ ও বার্ষিক আয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। মঞ্জুর অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ এক কোটি ১০ লাখ টাকা। সেখানে প্রতিব্দন্দ্বী হেলালের অস্থাবর ও স্থাবর সম্পদ এক কোটি ৯৮ লাখ টাকা।

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া তাদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। 

আরো পড়ুন:

নজরুল ইসলাম মঞ্জুর হলফনামায় দেখা যায়, তার অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ এক কোটি ১০ লাখ টাকা। তার বার্ষিক আয় ৪ লাখ ৫০ হাজার টাকা। শিক্ষাগত যোগ্যতা এলএলবি। পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। দায়ের হওয়া ১১টি মামলায় খালাস ও অব্যাহতি পেয়েছেন তিনি। 

৭০ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে মঞ্জুর। এর মধ্যে তার নগদ অর্থ ১৩ লাখ ৭৪ হাজার ৩০৩ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১ লাখ ৯৩ হাজার ৯৪৭ টাকা রয়েছে। ২৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের মোটরযান, ৫২ হাজার টাকার গহনা, ১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ইলেকট্রিক পণ্য রয়েছে বিএনপির এই প্রার্থীর। স্থাবর সম্পদ রয়েছে ৪০ লাখ টাকার। 

মঞ্জুর স্ত্রীর ১ কোটি ৫১ হাজার ৫৫৫ টাকার অস্থাবর এবং ১ কোটি ৯০ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ৫ হাজার টাকা আয়কর প্রদান করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

সাবেক এই সংসদ সদস্য তার পূর্ববর্তী প্রতিশ্রুতি হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং শিক্ষা, শিল্প ব্যবস্থার উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টি হলফনামায় উল্লেখ করেছেন।

জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের অস্থাবর ও স্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ৯৮ লাখ টাকা। আইন পেশা, শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ৭৩ হাজার টাকা। দেশের বাইরে থেকে মাঝে মাঝে অনুদান বাবদ ১ লাখ ২৫ হাজার টাকা বার্ষিক আয়ের ঘরে তিনি উল্লেখ করেছেন। এছাড়া, ৮ লাখ ৫০ হাজার টাকা তার নির্ভরশীলদের বার্ষিক আয় রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন।

জামায়াতের এই প্রার্থী এমএসএস পাশ। পেশার ঘরে লিখেছেন আইন পেশা। দায়ের হওয়া ২৮টি মামলায় খালাস ও অব্যাহতি পেয়েছেন তিনি। 

বর্তমানে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পদ এবং অকৃষি জমি ও দালান মিলিয়ে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।

জামায়াতের এই প্রার্থীর  স্ত্রীর নামে বর্তমানে আনুমানিক ৪৬ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পদ এবং ৩ কোটি ৫০ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল ৪০ হাজার ৯৪১ টাকা আয়কর দিয়েছেন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্লাহর শিক্ষাগত যোগ্যতা এমএসসি ও পিএইচডি। পেশা শিক্ষকতা। তার বার্ষিক আয় ৬ লাখ ৩০ হাজার টাকা। ১০ লাখ ৯৬ হাজার ৩৯৮ টাকার অস্থাবর সম্পদ এবং ৫০ লাখ ২৮ হাজার ৯৯০ টাকার স্থাবর সম্পদ রয়েছে তার। স্ত্রীর উপহারের ১২ ভরি স্বর্ণ এবং ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে ৪ হাজার ৫৫০ টাকা আয়কর দিয়েছেন বলে হলফনামায় মুফতি আমানুল্লাহ উল্লেখ করেছেন।

খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা এমএসএস, এলএলবি। পেশায় আইনজীবী। তার বার্ষিক আয় ৪ লাখ ১০ হাজার টাকা। তার ৩৮ লাখ ২১ হাজার টাকার অস্থাবর এবং ১৯ লাখ ২৫ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে। তার স্ত্রীর নামে ৫ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে। সর্বশেষ অর্থবছরে ৪ হাজার টাকা আয়কর প্রদান করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন মো. শহিদুল ইসলাম।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়