ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারাগারে আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৪ জানুয়ারি ২০২৬  
কারাগারে আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আসামির মৃত্যু

শহিদুল ইসলাম শিপু।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি শহিদুল ইসলাম শিপু (৫৪) মারা গেছেন। তিনি শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

রবিবার (৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

শহিদুল ইসলাম শিপু গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার গোপালপুরের বাসিন্দা। তিনি রফিক কন্ডাক্টরের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে তিনি কারাবন্দী অবস্থায় বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন জানান, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন শহিদুল ইসলাম শিপু। দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আহসান উল্লাহ মাস্টার। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৫ সাল থেকে কারাগারে ছিলেন শহিদুল ইসলাম শিপু।

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়