ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল্লাহ যাকে সম্মানিত করতে চান, মানুষ তাকে অপমান করতে পারে না: ডা. জাহিদ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:০৬, ৫ জানুয়ারি ২০২৬
আল্লাহ যাকে সম্মানিত করতে চান, মানুষ তাকে অপমান করতে পারে না: ডা. জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আল্লাহ যাকে সম্মানিত করতে চান, মানুষ চাইলেই তাকে অপমান করতে পারে না। ইতিহাস সাক্ষী— যারা সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন, আল্লাহ তাদের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। বেগম খালেদা জিয়া তেমনই একজন নেতা, যাকে দেশের মানুষ হৃদয়ের গভীর থেকে সম্মান করে।

রবিবার (৪ জানুয়ারি) রাতে দিনাজপুরের হিলি সাতনি চার মাথা মোড়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন আন্দোলন, জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রাম এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে তার দৃঢ় অবস্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, আজ একটি মহল ষড়যন্ত্র করে তার অবদান মুছে ফেলতে চায়, তার নামকে কলঙ্কিত করতে চায়। কিন্তু, তারা ভুলে গেছে, আল্লাহ যাকে সম্মান দেন, দুনিয়ার কোনো শক্তিই তাকে হেয় করতে পারে না। মানুষের ভালোবাসাই প্রমাণ করে দেয়, কে সত্যিকারের নেতা।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা আজ এখানে কোনো ক্ষমতার জন্য নয়, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, আমরা এসেছি আমাদের নেত্রীর রুহের মাগফিরাত কামনা করতে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার শক্তি আমাদের দেন।

এ সময় উপস্থিত ছিলেন— হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহিন ইসলামসহ অনেক নেতা-কর্মী।

ঢাকা/মোসলেম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়