ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণা-৩ আসনে বিএনপির একমাত্র বিদ্রোহী দুলাল

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:২৩, ৫ জানুয়ারি ২০২৬
নেত্রকোণা-৩ আসনে বিএনপির একমাত্র বিদ্রোহী দুলাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে বিএনপির একমাত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে নেমেছেন দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।

বিএনপি থেকে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার আগেই তিনি ধানের শীষের মনোনয়নের প্রত্যাশায় এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান। তবে পরবর্তীতে বিএনপি ওই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালীকে দলীয় মনোনয়ন দিলে দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

আরো পড়ুন:

গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র এবং কান্দিউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক বলেন, “বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের বিষয়টি আমরা কেন্দ্রীয় বিএনপিকে লিখিতভাবে জানিয়েছি। এ বিষয়ে চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত কেন্দ্র থেকেই নেওয়া হবে।”

ঢাকা/ইবাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়