লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় মাটিকাটা শ্রমিকের মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ ভ্যান চাপায় মাটি কাটার শ্রমিক এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম (১৫) চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফাহিম মাটি কাটার কাজ করছিল। এ সময় পেছন থেকে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। পরে লোকজন ধাওয়া দিলে পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/লিটন/রাজীব