ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়া-৪ আসনে জামায়াত প্রার্থীর দেশে আয় নেই, বাড়ি আছে তুরস্কে

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪২, ৬ জানুয়ারি ২০২৬
বগুড়া-৪ আসনে জামায়াত প্রার্থীর দেশে আয় নেই, বাড়ি আছে তুরস্কে

মো. মোস্তফা ফয়সাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মোস্তফা ফয়সাল। তিনি এবারই প্রথম প্রার্থী হয়েছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রিধারী।

মোস্তফা ফয়সাল তার হলফনামায় উল্লেখ করেছেন, তার নামে ২০১২ সালে ঢাকা মেট্রোপলিটন আদালতে একটি মামলা হয়েছিল। সেই মামলায় ২০২৫ সালে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

আরো পড়ুন:

হলফনামা অনুযায়ী, বাংলাদেশে মোস্তফা ফয়সালের কোনো আয় নেই। তবে, বিদেশ থেকে তার বার্ষিক আয় দেখিয়েছেন (পেশা: শিক্ষকতা, চিকিৎসাসেবা, আইনি সেবা, পরামর্শ ইত্যাদি) ৪ লাখ ৩৯ হাজার টাকা। তার কাছে আছে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা, ৩ লাখ টাকার ইলেক্ট্রনিক সামগ্রী ও ১ লাখ টাকার আসবাবপত্র। তার স্ত্রীর তাসলিমা জাহান সুরাইয়ার আছে বৈবাহিক সূত্রে পাওয়া ৫০ ভরি স্বর্ণ, যার বর্তমান মূল্য আনুমানিক ৯৫ লাখ টাকা।

জামায়াতের এই প্রার্থী তার হলফনামায় স্থাবর সম্পদ দেখিয়েছেন, দেশে তার ১ শতাংশ জমির ওপর একটি ফ্ল্যাট আছে। তুরস্কে তার নামে আছে একটি ফ্ল্যাট, যা তিনি দান সূত্রে পেয়েছেন। তুরস্কের ফ্ল্যাটটির অর্জনকালীন মূল্য ছিল ৬৫ লাখ টাকা। তার নামে যে স্থাবর সম্পদ আছে, তার বর্তমান মূল্য উল্লেখ করা হয়েছে ৯৫ লাখ টাকা। যৌথ মালিকানায় ফয়সালের নামে অকৃষি জমি আছে দশমিক ৩৭ শতাংশ, যার বর্তমান মূল্য ধরা হয়েছে ৪ লাখ টাকা।

এছাড়া, মোস্তফা ফয়সালের স্ত্রীর নামে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় আছে দুটি ফ্ল্যাট, যার দাম উল্লেখ করা হয়েছে ৫০ লাখ টাকা।

ফয়সাল ২০২৫-২০২৬ সালে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৮৭ লাখ ৬৯ হাজার টাকা। আয়কর দিয়েছেন ৫ হাজার টাকা। আয়কর রিটার্নে আয়ের পরিমাণ দেখানো হয়েছে ৪ লাখ ৩৯ হাজার টাকা।

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়