ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী 

গাজীপুর পূর্ব প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫০, ৭ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপিতে যোগ দেন তারা। 

আরো পড়ুন:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহকারী স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু নবাগত নেতাকর্মীদের দলে স্বাগত জানান।

এনসিপি থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— গাজীপুর জেলা এনসিপির সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম ও শফিকুল ইসলাম। এছাড়াও জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, হারুন অর রশিদ শিমুল, রাসেল মোড়ল, রাসেল মিয়া ও মুক্তা বিএনপিতে যোগ দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগগান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সদস্য মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবিরসহ পৌর ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির নেতারা বলেছেন, দুই দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

ঢাকা/রফিক সরকার/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়