ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল্লাহ যদি নারাজ না হয়, তবে বিএনপি ক্ষমতায় যাবে: মোশাররফ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ১৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১১, ১৬ জানুয়ারি ২০২৬
আল্লাহ যদি নারাজ না হয়, তবে বিএনপি ক্ষমতায় যাবে: মোশাররফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল ছিল—একটি আওয়ামী লীগ, অন্যটি বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ। যদি অবাধ, সুষ্ঠু নির্বাচন হয় এবং আল্লাহ যদি নারাজ না হয়, তবে বিএনপি ক্ষমতায় যাবে।’’

শুক্রবার (১৬ জানুয়ারি) পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মোশাররফ হোসেন বলেন, ‘‘২০০৪ সালের ১০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। তখন আপনাদের পক্ষ থেকে যে যে দাবিগুলো করেছিলাম, সবই বাস্তবায়ন হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগের আমলেও কিছু উন্নয়ন হয়েছে। তবে, উন্নয়নের যাত্রা বিএনপি শুরু করে গিয়েছিল। বিএনপি যদি আবারো ক্ষমতায় আসে, তবে কলাপাড়া-রাঙ্গাবালীতে উন্নয়নের রোড মডেল তৈরি হবে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়