ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি: ফারুক-ই-আজম

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ১৬ জানুয়ারি ২০২৬  
রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি: ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘‘আগের মতো আর যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী মানুষকে জিম্মি করে স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি।’’

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেটের লাক্কাতুরা চা-বাগানে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

ফারুক-ই-আজম বলেন, ‘‘রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। রাষ্ট্রের চাবি যেন আর কোনো ব্যক্তি গোপনে নিজের হাতে নিতে না পারে, সেই ব্যবস্থাই আমরা গড়ে তুলতে চাই।’’

তিনি বলেন, ‘‘জুলাই সনদ এই সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দলিল। যেখানে রাষ্ট্রব্যবস্থাকে জনগণকেন্দ্রিক ও জবাবদিহিমূলক করার স্পষ্ট রূপরেখা রয়েছে।’’

উপদেষ্টা বলেন, ‘‘রাষ্ট্রের কাছে আপনার প্রশ্ন করার অধিকার থাকবে এবং রাষ্ট্র সেই জবাব দিতে বাধ্য থাকবে। কাউকে আর বলা যাবে না, এই নির্বাচনে আপনার কোনো অধিকার নেই।’’

তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে যারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, বিশেষ করে প্রথমবার ভোট দেওয়ার বয়সে পৌঁছানো তরুণদের অধিকার নিশ্চিত করাই এই সংস্কারের অন্যতম লক্ষ্য।’’

ফারুক-ই-আজম বলেন, ‘‘যারা লুটপাট করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে; তাদের বিচার নিশ্চিত করা হবে। এখানে প্রতিশোধ নয়, হবে ন্যায়বিচার।’’

তিনি বলেন, ‘‘এই পরিবর্তন কেবল রাজনৈতিক নয়, এটি মানবিক মর্যাদা; নাগরিক অধিকার এবং রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্ক পুনর্গঠনের প্রশ্ন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বাস্তব রূপ জনগণই গড়ে তুলবে।’’

উঠান বৈঠকে উপদেষ্টা আরো বলেন, ‘‘প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তব পরিবর্তন আসবে। এসব সংস্কার কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবায়নই হবে সরকারের প্রধান লক্ষ্য।’’

ঢাকা/রাহাত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়