ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে ভোটের মাঠে দুই নতুন মুখ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:৪৫, ১৭ জানুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ভোটের মাঠে দুই নতুন মুখ

(বাঁয়ে) মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম (ডানে)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দীর্ঘদিনের অভিজ্ঞ ও হেভিওয়েট প্রার্থীদের বিপরীতে রাজনীতির এক নতুন ধারার সূচনা করতে যাচ্ছেন ‘দুই পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী’। 

জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে সদর আসনে এবারই প্রথম ভোটের লড়াইয়ে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. মনিরুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. শফিকুল ইসলাম। এর আগে কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা না থাকলেও তাদের জীবনযাত্রার ধরন ও স্বচ্ছতা সদর আসনজুড়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। 

আরো পড়ুন:

নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, এই দুই প্রার্থীই অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং তাদের আয়ের উৎস মূলত নির্ধারিত কর্মক্ষেত্র। পেশায় শিক্ষক মো. মনিরুল ইসলামের বার্ষিক আয় ২ লাখ ৩৮ হাজার ৭৭২ টাকা, যা তার শিক্ষকতা পেশা থেকেই অর্জিত। 

অন্যদিকে, বেসরকারি চাকরিতে নিয়োজিত মো. শফিকুল ইসলামের বাৎসরিক আয় ২ লাখ ৪০ হাজার টাকা। বড় বড় রাজনৈতিক নেতাদের মতো তাদের কৃষিখাত, ব্যবসা কিংবা বাড়ি ভাড়া থেকে কোনো অতিরিক্ত বা গোপন আয়ের তথ্য হলফনামায় পাওয়া যায়নি। এমনকি হলফনামার সম্পদ বিবরণীতে তাদের জীবনযাত্রার যে চিত্র উঠে এসেছে, তা বর্তমানে আড়ম্বরপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির বিপরীতে এক বিরল দৃষ্টান্ত। 

হলফনামায় সম্পদের হিসাবে দেখা যায়, শফিকুল ইসলামের হাতে বর্তমানে নগদ ২ লক্ষ টাকা গচ্ছিত রয়েছে। এছাড়া তার মালিকানায় মাত্র ৫০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী এবং ওই সমান মূল্যের আসবাবপত্র রয়েছে। 

অপর প্রার্থী মো. মনিরুল ইসলামের কাছে বিশেষ কিছু না থাকলেও ব্যক্তিগত যাতায়াতের সম্বল বলতে রয়েছে ৩০ হাজার টাকা মূল্যের একটি সাধারণ মোটরসাইকেল। এই দুই প্রার্থীর কারোরই কোনো বিশাল জমিজমা, অট্টালিকা বা বিলাসী জীবনের কোনো পরিচয় পাওয়া যায়নি।

নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে এই দুই প্রার্থীর প্রধান শক্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে তাদের ‘ক্লিন ইমেজ’ বা পরিচ্ছন্ন ভাবমূর্তি। তারা উভয়েই সম্পূর্ণ ঋণমুক্ত এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাদের কোনো আর্থিক দায়বদ্ধতা নেই। এমনকি তাদের পরিবারের কোনো সদস্যের নামেও কোনো ঋণের উল্লেখ নেই হলফনামায়।

এছাড়া বর্তমানে রাজনৈতিক অঙ্গনে মামলার পাহাড় থাকা যেখানে স্বাভাবিক বিষয়, সেখানে ফৌজদারি মামলার কলামে তারা নিজেদের সম্পূর্ণ নির্দোষ উল্লেখ রয়েছে হলফনামার পাতায়।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে এবারের নির্বাচনে এই দুই নতুনের বিপরীতে লড়ছেন বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী মো. হারুনুর রশীদ ও জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা মো. নূরুল ইসলাম বুলবুল। 

রাজনৈতিকভাবে পোড়খাওয়া ও অভিজ্ঞ এই নেতাদের পাশে দুই সাধারণ ও মধ্যবিত্ত প্রার্থীর অংশগ্রহণ নির্বাচনী লড়াইকে একটি নতুন মাত্রা দিয়েছে। নির্বাচনী লড়াইয়ে ভোটাররা শেষ পর্যন্ত কার পাল্লা ভারী করেন তা এখন কেবল সময়ের অপেক্ষা।

ঢাকা/শিয়াম/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়