ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৪০, ১৭ জানুয়ারি ২০২৬
খুলনায় নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার

খুলনায় একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীনিবাস থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে খুলনা শহরের মুজগুন্নি আবাসিক এলাকায় অবস্থিত পিএইচডি মিডওয়াইফারি ইনস্টিটিউটের ছাত্রীনিবাসের পঞ্চম তলা থেকে রেহেনা আক্তার নামের ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

রেহেনা আক্তার পিএইচডি মিডওয়াইফারি নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন, রেহেনা আক্তার আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে লক করা আছে। মোবাইল ফোনটি খুলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়