ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার রাবি শিক্ষকরা দেবেন একদিনের বেতন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার রাবি শিক্ষকরা দেবেন একদিনের বেতন

করোনায় ঘরবন্দি অসহায় মানুষের সহায়তার জন্য একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।

শুক্রবার দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় হোম কোয়ারেন্টাইনে সবাই। কিন্তু দিন এনে দিন খাওয়া অসহায় মানুষদের অবস্থা খুবই করুণ। তাই তাদের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষক কর্মরত আছেন। অর্থ প্রদানের জন্য বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকদের মাধ্যমে চিঠি ইস্যু করেছি। অধিকাংশ শিক্ষকই অর্থ প্রদানে সম্মতি দিয়েছেন। বাকিরাও খুব দ্রুত জানাবেন’, বলেন তিনি।

আশরাফুল আলম আরো বলেন, ‘প্রাথমিকভাবে এ টাকা বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হবে। পরে তা আগামী চার মাসের বেতন থেকে সমান কিস্তিতে কাটা হবে।’


রাবি/সাইফুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়