ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাঙলা কলেজের শিক্ষক-কর্মচারীরা দিলেন ১ দিনের বেতন

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঙলা কলেজের শিক্ষক-কর্মচারীরা দিলেন ১ দিনের বেতন

সরকারি বাঙলা কলেজের শিক্ষক-কর্মচারীদের এক দিনের সমপরিমাণ বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ প্রদান করা হয়। 

সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ ড. ফেরদৌসী খান বলেন, ‘করোনাভাইরাস রোগ সংক্রমণ এক বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। বাংলাদেশে এই রোগ প্রতিরোধ এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন উদ্যোগে বাঙলা কলেজ অংশীদার হতে প্রস্তুত। এজন্য এই কলেজের শিক্ষক-কর্মচারীরা তাদের এক দিনের বেতন করোনায় অসহায়দের জন্য দান করেছে।’

একই সাথে সরকারি বাঙলা কলেজের শিক্ষকদের ব্যক্তিগত অর্থায়নে ৩০০ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে।   পণ্যের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি লবন এবং একটি সাবান।


ঢাকা/উজ্জ্বল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়