ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আম্ফানে ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারকে আর্থিক অনুদান

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আম্ফানে ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারকে আর্থিক অনুদান

খুলনায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৪১টি দরিদ্র পরিবারের মাঝে ১০০০ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে খুলনা ব্লাড ব্যাংক।

সম্প্রতি খুলনার শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গণে পরিবারগুলোর মাঝে এই আর্থিক অনুদান দেন খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা।

এ সময় সংগঠনটির সভাপতি সালেহ্ উদ্দিন (সবুজ), সেক্রেটারি সৌরভ গাইন, কোষাধ্যক্ষ মো. আসাদ শেখসহ সংগঠনটির স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

খুলনা ব্লাড ব্যাংকের মডারেটর এবং পুলিশ সদস্য সরদার মনসুর আলি বলেন, ‘নিউইয়র্ক প্রবাসী শিমুল সোম ও তার বন্ধুদের আর্থিক সহযোগিতায় খুলনা ব্লাড ব্যাংক এবং খুলনা ফুড ব্যাংক এই অনুদান প্রদান করেছে।’

উল্লেখ্য, ইতোমধ্যেই আম্ফান কবলিত ২৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সম্পন্ন করেছে খুলনা ব্লাড ব্যাংক। এছাড়াও করোনা পরিস্থিতিতে দুঃস্থদের মাঝে প্রায় ২০ লক্ষ টাকার নগদ খাদ্যসামগ্রী ও ৪ লক্ষ টাকার মালামাল বিতরণ করেছে তাঁরা। ‘আমাদের খুলনা’ ও ‘খুলনা ব্লাড ব্যাংক’ ফেসবুক গ্রুপের মাধ্যমে এ সমস্ত অর্থ সংগ্রহ করেছে স্বেচ্ছাসেবীরা।


এনএসইউ/খালিদ/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়