RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

কুবির নতুন ট্রেজারার ড. আসাদুজ্জামান

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুবির নতুন ট্রেজারার ড. আসাদুজ্জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। আগামী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ।

বৃহস্পতিবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর সংশোধিত আইন-২০১৩ এর ধারা ১২(১) অনুসারে ড. আসাদুজ্জামানকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ করা হলো। ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর।

নবনিযুক্ত ট্রেজারার ড. আসাদুজ্জামান জানান, তিনি আগামী রোববার কিংবা সোমবার বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ এপ্রিল হতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য ছিলো।


কুবি/শরীফ/মাহফুজ

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়