ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুকসুর গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫
কুকসুর গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন

ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (কুকসু) গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। 

আরো পড়ুন:

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদার। 

অন্য সদস্যরা হলেন, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আমরা আজ সিন্ডিকেট সভায় কুকসুর গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছি। চিঠি পাওয়ার দিন থেকে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে তারা কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবেন।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়