ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৮ অক্টোবর ২০২৫  
ঢাবিতে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি স্থানে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ প্রতিপাদ্যে ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে এ মেলার আয়োজন করে।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, ডাকসু, হলপাড়া ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে এ মেলা অনুষ্ঠিত হয়।

ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এমএস, এমফিল ও পিএইচডি গবেষকগণ বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে মেলায় ফ্রি মেন্টাল হেলথ্ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা প্রদান করেন।

এ মানসিক স্বাস্থ্য মেলায় প্রায় ৫০০ জন মানুষকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।

মেলায় জানানো হয়েছে, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার প্রধান দুইটি বাধা হলো- স্টিগমা ও মানসিক স্বাস্থ্য সেবার অপ্রতুলতা। এটি দূর করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ১৯৯৭ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দেশের সব সরকারি হাসপাতালে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়