ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবিতে রাত ১০টার পর অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১৫ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:৩৯, ১৫ নভেম্বর ২০২৫
জাবিতে রাত ১০টার পর অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ

ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর যেকোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্দেশনা অমান্য করে রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

একইসঙ্গে অনুষ্ঠান চলাকালে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে, শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠান চলে সন্ধ্যা থেকে রাত আড়াইটা পর্যন্ত। এক অনুষ্ঠান থেকে আসা উচ্চশব্দ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়