ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রতিযোগিতা শুরু 

আশরাফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রতিযোগিতা শুরু 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরোজ্জ্বল জীবন আলেখ্যকে ভিত্তি করে জাতীয় পর্যায়ে ভিন্নধর্মী সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করেছে প্রিন্টওয়ালা.কম.বিডি।

‘আমার চোখে বঙ্গবন্ধু: প্রিন্টওয়ালা ন্যাশনাল নোলেজ অলিম্পিয়াড’ শীর্ষক এই অনলাইন প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে সম্পূর্ণ বিনামূল্যে যেকেউ অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা ৯ জন প্রতিযোগীর জন্য রয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট, বুকস এবং ইলেকট্রনিক গেজেটসহ আকর্ষণীয় সব পুরস্কার।

সোমবার (১০ আগস্ট) শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে-

১. কন্টেন্ট রাইটিং (বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা গল্প, কবিতা, রচনা, প্রবন্ধ)।

২. ভিডিও মেকিং (বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি, রচনা পাঠ, নিজস্ব অভিব্যক্তির ভিডিও তৈরি)।

৩. ক্রিয়েটিভ ডিজাইন (বঙ্গবন্ধু ও তার রাজনৈতিক জীবন নিয়ে পোস্টার ডিজাইন)।

প্রতিযোগিতার বিষয়ে প্রিন্টওয়ালা.কম.বিডির কো-ফাউন্ডার লতিফুর রহমান লিমন বলেন, শোকের মাস আগস্টে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ঘিরে এমন একটি প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা গর্ববোধ করছি। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে আরও দৃঢ়ভাবে ধারণ ও লালন করবে বলে বিশ্বাস রাখি।’

প্রতিযোগিতা সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে লিঙ্কে ভিজিট করুন- https://www.facebook.com/Printwala.com.bd

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রাইজিংবিডি.কম।

 

ডুয়েট/মাহি

রাইজিংবিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়