ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আঠারো বিপক্ষ আঠারো

আলী মর্তুজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২৮ নভেম্বর ২০২০  
আঠারো বিপক্ষ আঠারো

বছর তবে পেরিয়েছে হাজার 
সময় এখন দুই শূন্য,
হরেক সাজে গোটা শহর
নিরাপত্তার প্রশ্নে অনাকাঙ্ক্ষিত হোঁচট। 

এক আঠারো আলোক মশাল হাতে
গোটা শহর পাহারা দেবার তরে,
অন্য আঠারো আধার খোঁজে চুপ
ভেঙে দিতে যত স্বপ্ন নির্ঘুম। 

সাদা আঠারো, রক্ত মাখে আজ
প্রতিবাদ কণ্ঠে, উত্তাল করে রাজপথ,
কালো আঠারো রক্ত চোষে রোজ
হিংস্র কণ্ঠে, অসহায় দেবীর খোঁজ। 

রঙিন আঠারো সমাজ সংস্কারে বলিয়ান
স্বপ্ন দেখায় তারা, বাঁচতে শেখায় আবার,
সূর্যোদয় দেবে ছোঁয়া তাদের হাতেই
অন্যায় পালাবে লেজ গুটিয়ে শেষে। 

ভ্রান্ত আঠারো সুযোগ খোঁজে খুব
না জানি কার ভাগ্য করবে লুট,
শাস্ত্র ডাকে তাকে কুলাঙ্গার আঠারো
সমাজ পারবে কি দমাতে আবারো?

আঠারো আজ দুই দিগন্ত রেখায়
কেউ আলো, তো কেউ আধারে পূজারী,
মনুষ্যত্বের প্রশ্নে আজ শহর হতবাক
অদম্য আঠারো পারবে তো এবারও!

ঢাকা/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়