ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে জবিতে

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১১:২২, ২৫ জানুয়ারি ২০২১
সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে জবিতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

রোববার (২৪ জানুয়ারি) আলাপকালে এ তথ্য জানান তিনি।

উপাচার্য বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয় অনার্স ও মাস্টার্স শেষ সেমিস্টারের পরীক্ষা নেওয়ার জন্য খোলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমাদের এই পরীক্ষা গত ডিসেম্বর মাসের ২০ তারিখ থেকে শুরু হয়ে এখন শেষ পর্যায়ে। অনেকে পরীক্ষা শেষ হওয়ায় অ্যাপিয়ার্ড সার্টিফিকেটও পেয়েছে। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে আছি। সরকার যখন অনুমতি দেবে, তখন দূরত্ব বজায় রেখে কীভাবে ক্লাস পরীক্ষা নেবো, তা নিয়ে ইতোমধ্যে ডিনদের সঙ্গে আলোচনা করছি।’

এছাড়াও ছোট ক্যাম্পাস হওয়ায় ভিড় ও জনসমাগম এড়াতে রোটেশন পদ্ধতির কথাও বলেন তিনি।

জানা যায়, শিক্ষার্থীদের জন্য কিছু রিফ্রেশমেন্ট ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে। যাতে খুব সহজেই তারা পুনরায় শিক্ষাজীবনে সাবলীল হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, করোনা মহামারির প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত বছরের ১৭ মার্চ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। এরপর ৮ জুন থেকে সীমিত পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

জবি/অনিক/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়