ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এক টাকায় এক সপ্তাহের খাবার 

জাফর আহমেদ শিমুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১০ মে ২০২১   আপডেট: ১৪:০২, ১০ মে ২০২১
এক টাকায় এক সপ্তাহের খাবার 

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছবিঘর’-এর উদ্যোগে অসহায় মানুষের জন্য চলছে ‘এক টাকার দোকান’। এখানে এক টাকায় পাওয়া যাচ্ছে এক সপ্তাহের খাবার। 

সেই শায়েস্তা খাঁর আমলে টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। বর্তমানে এক টাকায় চাল পাওয়া যেন দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে ১ টাকার বিনিময়ে চারজনের পরিবারের এক সপ্তাহের খাবার ও ইফতারসামগ্রী বিক্রি করছেন কিছু তরুণ। 

লোকলজ্জার ভয়ে ত্রাণ নিতে পারেন না এমন মানুষের জন্য ঢাকার সাভারে চালু করা হয়েছে ‘এক টাকার দোকান’ নামে ভ্রাম্যমাণ দোকান। ‘ছবিঘর’ নামে একটি সংগঠনসহ মোট ৫টি সংগঠন মিলে এমন উদ্যোগ গ্রহণ করেছে।

একটি স্টল ও ৯টি ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে সাভারের বিভিন্ন এলাকায় অসহায় পরিবারকে খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ করছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, এই রমজানে প্রতি শুক্রবার বিকেলে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রথম দিনে তারা ২৭ কেজি চাল, ৬ কেজি ডাল ও ৫০০ পিস ডিমসহ মোট ১২ হাজার টাকার খাদ্য বিতরণ করেন। 

সাভার থানা রোডে তাদের একটি স্টলসহ রয়েছে ৯টি ভ্রাম্যমাণ ভ্যান। দিনে প্রায় ৫০০ মানুষের কাছে এক টাকার বিনিময়ে ইফতার পৌঁছে দিচ্ছেন।

‘ছবিঘর’-এর সভাপতি হাসিবুল হাসান ইমু বলেন, ‘অনেকেই ত্রাণ নিতে সংকোচ বোধ করেন। তাই উপকারভোগীরা যাতে মনে করেন ত্রাণ নয়, টাকার বিনিময়ে তারা পণ্য কিনে নিচ্ছেন- এই ধারণা থেকে এক টাকার দোকান নামে ভ্রাম্যমাণ দোকান চালু করা হয়। যে কেউ ওই দোকান থেকে এক টাকার বিনিময়ে চারজনের একটি পরিবারের জন্য এক সপ্তাহের খাদ্য ও ইফতারসামগ্রী কিনে নিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আগের ঈদের দিন মহল্লায় মহল্লায় ঘুরে ছিন্নমূল ও অসহায় পরিবারের মাঝে এক টাকার বিনিময়ে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। করোনার প্রভাব যত দিন থাকবে, ততদিন এই সহায়তা চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।’

সহযোগী সংগঠন জিরো ফাউন্ডেশনের সভাপতি হিরন আচার্য বলেন, ‘ভালো কাজের সঙ্গে সবসময় আছি। একসঙ্গে অনেক মানুষকে সাহায্য করা যাবে, এই ভেবেই আমরা ছবিঘরের এক টাকার দোকানের সঙ্গে সামিল হয়েছি।’ ঈদের আগে এমন পরিবারের মাঝে ঈদবস্ত্র দেওয়া হবে বলেও জানান তিনি।

উই আর ‘এসসিপিএসসিয়ান’-এর সদস্য তালহা সাংবাদিকদের জানান, ছবিঘরের এক টাকার দোকানের সঙ্গে থেকে এই মহৎ উদ্যোগকে সফল করতে পারায় খুশি এবং এভাবেই তারা সবার পাশে দাঁড়াতে চান। আর করোনা মহামারির জন্য অনেকে কাজ হারিয়েছেন। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। একইসঙ্গে বিত্তবানদেরও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান করেন তিনি। 

উল্লেখ্য, সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির কলেজছাত্র প্রিন্স ঘোষ ও তার চার বন্ধু মিলে ২০১৮ সালে ছবিঘরের যাত্রা শুরু করেন। শুরু থেকে ছবি নিয়ে কাজ করলেও দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। 

নিজেদের হাত খরচ বাঁচানো অর্থসহ পরিবার ও প্রবাসে থাকা স্বজনদের চাঁদায় অসহায় ও কর্মহীন মানুষকে এক টাকার বিনিময়ে তারা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। 

এক টাকায় ‘এক বেলা ইচ্ছে পূরণ’ নামে প্রথমে তাদের উদ্যোগ চালু হলেও পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে ‘এক টাকার দোকান’ করা হয়। এই দোকান থেকে পুরো রমজান মাসে কয়েক হাজার অসহায় পরিবারকে খাদ্য ও ইফতারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

ডিআইইউ/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়