ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাবি ক্যাম্পাসে ছাত্রলীগের বৃক্ষরোপণ

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২১ জুন ২০২১   আপডেট: ১২:৫২, ২১ জুন ২০২১
জাবি ক্যাম্পাসে ছাত্রলীগের বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে।

রোববার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগের পক্ষ থেকে হল প্রাঙ্গণে এই চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘সবাই ৩টি করে গাছ লাগান; একটি হচ্ছে বনজ, একটা ফলদ ও একটা ভেষজ। কারণ গাছ আপনাদের আর্থিকভাবে মূল্য দেবে, পরিবেশ রক্ষা হবে এবং সেইসঙ্গে পুষ্টির জোগানও দেবে।’

তার এই আহ্বানে সাড়া দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে আ ফ ম কামালউদ্দীন হল ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মাহবুবুল হক রাফা। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে চারা রোপণ করা হয়েছে।

বৃক্ষ রোপণকালে অন্যদের মধ্যে শাখা ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক মাজেদুল হক বায়েজিদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুল হাসান পরাগ, হল ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান অনিক, ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন।

তাজুল/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়