ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাকৃবিতে সোনালী দলে নতুন নেতৃত্ব 

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৫ জুলাই ২০২১  
বাকৃবিতে সোনালী দলে নতুন নেতৃত্ব 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের ২০২১-২২ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৫ জুলাই) সোনালী দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।

নতুন এ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিসারিজ বায়োলজিক অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. মো. আশিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমানও অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. নছির উদ্দিন, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবুল প্রতীক সিদ্দিক, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান মজুমদার।

এছাড়া কমিটির সাধারণ সদস্য হিসেবে ১৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

আতিকুর/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়