ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অলিম্পিক থেকে যবিপ্রবির জহিরের বিদায়

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১ আগস্ট ২০২১  
অলিম্পিক থেকে যবিপ্রবির জহিরের বিদায়

টোকিও অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার স্প্রিন্টে আজ অংশ গ্রহণ করেছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জহির রায়হান। সেখানে ৩নং হিটে প্রতিযোগীদের মধ্যে ৮ম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট। তার সঙ্গে টোকিও অলিম্পিক যাত্রাও শেষ হয়েছে বাংলাদেশের।

রোববার (১ আগস্ট) অলিম্পিকের ৪০০ মিটার হিটে ৪৮.২৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন জহির রায়হান। 

তিনি যবিপ্রবির শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। জহিরের হিটে ৪৪.৮২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল চেরি। এছাড়া ৪৫.০৪ সেকেন্ডে বার্বাডোজের জোনাথন জোনস দ্বিতীয় এবং ৪৫.২০ সেকেন্ড সময় তৃতীয় হয়েছেন জ্যামাইকার ক্রিস্টোফার টেলর। 

জহির ২০১৭ বিশ্ব যুব (অনূর্ধ্ব-১৮) অ্যাথলেটিক্সে ৪০০ মিটারে সেমিফাইনালে খেলেছিলেন। সেই আসরের হিটে জহির সময় নিয়েছিলেন ৪৮.০০ সেকেন্ড। আর সেমিতে ৪৮.২২ সেকেন্ড। ২০১৯ সালের নভেম্বরে ভারতে জাতীয় যুব (অনূর্ধ্ব-২০) অ্যাথলেটিক্সে ৪০০ মিটারে ৪৭.৩৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছিলেন জহির রায়হান।

 সজিব/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়