ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিতুমীর কলেজের শিক্ষক পরিষদে নতুন নেতৃত্ব 

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:০৮, ২০ সেপ্টেম্বর ২০২১
তিতুমীর কলেজের শিক্ষক পরিষদে নতুন নেতৃত্ব 

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২৩তম শিক্ষক পরিষদের নির্বাচন হয়েছে। প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ এস এম আসাদুজ্জামান। 

সোমবার (২০ সেপ্টেম্বর) পরিষদ সূত্রে এ তথ্য জানা যায়।  এর আগে রোববার কলেজে নির্বাচন হয়। 

নির্বাচনে ২০৫ জন ভোটারের মধ্যে ৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক এস এম কামাল উদ্দীন হায়দার পেয়েছেন ৯৫ ভোট। এছাড়াও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের প্রভাষক শেখ নাজিয়া জাহান। 

গত ১৫ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতার যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন যুগ্ম-সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রীতা খন্দকার, দপ্তর সম্পাদক পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. গালিব হোসেন, কোষাধ্যক্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মোহাম্মদ আল-নুর।

এছাড়া নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক শামীমা পারভীন, সহযোগী অধ্যাপক শরিফুল আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক ড. নিলুফার ইয়াসমিন ও প্রভাষক নাদিমুল হক।

বিনায়েক/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়