ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে ছাত্রলীগের লিখিত আবেদন

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২০ সেপ্টেম্বর ২০২১  
ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দাবিতে ছাত্রলীগের লিখিত আবেদন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া, হল ও বাস ফি মওকুফ এবং নিরাপত্তা জোরদারে আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর এক লিখিত আবেদনে সব শিক্ষার্থীর পক্ষে এসব দাবি জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল ও ছাত্রলীগ নেতা মানিক শীল।

লিখিত আবেদনে বলা হয়, করোনা মহামারির কারণে দীর্ঘ দিন যাবত বিশ্বাবদ্যালয় বন্ধ রয়েছে। বর্তমানে সংক্রমণ হ্রাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করেছে। তারাও চান অতিদ্রুত স্বাস্থ্যবিধি মেনে তাদের আবাসিক হল ও শিক্ষা কার্যক্রম চালু করা হোক। 

শিক্ষার্থীদের অনেক পরিবারই আর্থিক দুরাবস্থায় জীবন অতিবাহিত করছে। তাছাড়া দীর্ঘ দিন বন্ধ থাকায় স্থানীয়দের ক্যাম্পাস প্রাঙ্গণে রাতের অন্ধকার ও দিনের বেলায় বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে দেখা যায়। এই অবস্থায় লাইটিং ও নিরাপত্তা জোরদার করার দাবি জানান তারা।

কাওছার/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়