ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইবিতে হচ্ছে ১০ তলার দুটি আবাসিক হল 

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ১৩ অক্টোবর ২০২১  
ইবিতে হচ্ছে ১০ তলার দুটি আবাসিক হল 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক দুটি ১০ তলা বিশিষ্ট আবাসিক হলের নির্মাণ কাজ শুরু হয়েছে। 

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি হল দুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

প্রকৌশল দপ্তরের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ে চলমান ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের অংশ হিসেবে ১০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হল দুটি। আগামী দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে। নির্মাণ শেষ হলে হল দুটিতে একইসঙ্গে ২ হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে।

এর আগে বেলা ১২টায় নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেনে যোগদান করেন মাহবুবউল আলম হানিফ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ইবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। 

এ সময় মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আমি খুবই আনন্দিত যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১০ তলা বিশিষ্ট দুটি আবাসিক হলের নির্মাণ কাজ শুরু হচ্ছে। বর্তমান সরকারের সময়ে দেশের এমন কোনো অংশ নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাংলাদেশ যেভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তা শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় বলিষ্ঠ নেতৃত্ব ও সুশাসনের কারণেই সম্ভব হয়েছে।’

নাহিদ/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়