ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাককানইবিতে সম্প্রীতির পক্ষে মানববন্ধন 

জাককানইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৮ অক্টোবর ২০২১  
জাককানইবিতে সম্প্রীতির পক্ষে মানববন্ধন 

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। 

সোমবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ মানববন্ধন হয়। 

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক মর্যাদা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। 

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির বলেন, ‘দিনে দিনে যেভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, তা আমাদের জন্য চরম লজ্জাজনক। আমরা কোনো প্রকার ধর্মীয় সহিংসতা, ধর্মীয় উগ্রবাদকে প্রশ্রয় দেবো না। আমরা যেন পুরো দেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে পারি, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।’ 

নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আসিফ ইকবাল আরিফ মানববন্ধনে বলেন, ‘৭২ এর সংবিধান অনুযায়ী দেশ চলা প্রয়োজন। তাহলে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে। সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী উল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বঙ্গবন্ধু নীলদলের সভাপতি ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার, শিক্ষক সমিতির সভাপতি ড. এমদাদুর রাশেদ সুখন। এছাড়াও আরও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। 

মানববন্ধন সঞ্চালনা করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল তোকদার বাঁধন।

ফাহাদ/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়