ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তাহিরপুরে প্রতিবন্ধী স্কুল উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২০ নভেম্বর ২০২১   আপডেট: ১৭:০৪, ২০ নভেম্বর ২০২১
তাহিরপুরে প্রতিবন্ধী স্কুল উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রতিবন্ধী স্কুল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্য তাহিরপুরে এই প্রতিবন্ধী স্কুল উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।  এ উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে। 

সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন।

মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘প্রতিবন্ধীদের অবহেলা করা উচিত নয়, তারা মানুষ। আর মানুষ হিসেবে সবাই সমান, মানুষকে ভালোবাসতে হবে। তারাও দেশের সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও সেবা দিলে রত্ন হিসেবে রূপ নেবে। সেজন্য হাওরাঞ্চলের উপজেলা তাহিরপুরেও প্রতিবন্ধী স্কুল আজ উদ্বোধন করলাম। এখান থেকে অনেকে শিক্ষা, শারীরিক চিকিৎসা নিয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।’

আল আমিন/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়