ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাঁধন পবিপ্রবি ইউনিটের নবীন বরণ

পবিপ্রবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১৫:২১, ১৬ জানুয়ারি ২০২২
বাঁধন পবিপ্রবি ইউনিটের নবীন বরণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাঁধন ইউনিটের (বরিশাল জোন) বার্ষিক সভা, দায়িত্ব হস্তান্তর ও নবীন বরণ হয়েছে।  

শনিবার (১৫ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ‌্যালয়ে দায়িত্ব হস্তান্তর ও নবীন বরণ হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। আরও ছিলেন  প্রফেসর ড. মুহাম্মদ মনিরুজ্জামান, প্রফেসর ড. সন্তোষ কুমার বসু। এছাড়াও বাঁধন পবিপ্রবি ইউনিটের নবীন ও প্রবীণ সদস্যসহ বর্তমান বাঁধনকর্মীরা উপস্থিত ছিলেন।

সবাইকে রক্ত দানে এগিয়ে আশার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘তোমরা ক্যাম্পাসকে সামাজিক ও মানবিক কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।’

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ‌্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী এহসানুল হক পাভেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের শিক্ষার্থী জাহিদ হাসান শোয়েব।

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে সামনে রেখে ২৪ অক্টোবর, ১৯৯৭ সাল থেকে স্বেচ্ছায় রক্ত দানের কাজ করে আসছে সংগঠনটি। এই ধারাবাহিকতায় ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে বাঁধন পবিপ্রবি ইউনিটের যাত্রা শুরু।

আনিসুর/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়