ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোবিপ্রবির নবনিযুক্ত ভিসির যোগদান

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২৪  
নোবিপ্রবির নবনিযুক্ত ভিসির যোগদান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এবং কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ সময় নবনিযুক্ত ভিসি শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে কার্যক্রম শুরু করেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটরা নবনিযুক্ত উপাচার্যকে গার্ড অফ অনার প্রদান করেন।

যোগদানের পর উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি পর্ব ও মতবিনিময় করেন নবনিযুক্ত উপাচার্য। পরবর্তীতে ভিসি কনফারেন্স রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের দাবিসমূহ তুলে ধরেন।

শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে নোবিপ্রবিকে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নেওয়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও কাজ করার অনুরোধ জানান। বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ব্যবস্থায় সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। শিক্ষার্থীরা ভিসিকে বলেন, যেহেতু তিনি কেমব্রিজের এলামনাই, তারা আশাবাদী যে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে তাদের ক্যাম্পাসকে উন্নত ও সমৃদ্ধ করতে যথাসাধ্য চেষ্টা করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। 

উপাচার্য বলেন, উপাচার্য হিসেবে নিয়োগ প্রদানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করব।দায়িত্বপালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এবং কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন উপাচার্য। উপাচার্য আরো বলেন, দূর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের অঙ্গীকার। শিক্ষার পরিবেশ সুসংহত রাখতে প্রশাসন সবসময় ন্যায়বিচার এবং সমতার পক্ষে কাজ করবে।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নোবিপ্রবি উপাচার্য হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ পান অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

উল্লেখ্য, নোবিপ্রবিতে উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক এবং ২০০২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৬ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। নবনিযুক্ত উপাচার্য কর্মজীবনে ইউএনডিপি, এডিবি, বিশ্বব্যাংক, সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় ১৫ বছরের অধিক সময়ে বিভিন্ন প্রজেক্টে দায়িত্ব পালন করেন। তিনি পিএইচডিতে আইডিবি-কেমব্রিজ স্কলারশিপ পেয়েছেন। এছাড়াও মাস্টার্স ১ম শ্রেণিতে ১ম স্থান ও  অনার্সে ১ম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন।

/টিপু/

সর্বশেষ

পাঠকপ্রিয়