ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২২ নভেম্বর ২০২৪  
আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবি শিক্ষার্থীদের

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবি জানিয়েছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বিরাগভাজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগ করা হয়নি। বৈষম্যবিরোধী যেকোনো আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় অগ্রগামী ভূমিকা পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর মো. আবু জাফর সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থী মো. শোভন, ওয়াকিল আব্দুল্লাহ প্রমুখ।

ঢাকা/মামুন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়