ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেমিনারে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের সুযোগ পেলেন জবি শিক্ষার্থী

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ৮ মে ২০২৫   আপডেট: ১৯:১৭, ৮ মে ২০২৫
সেমিনারে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের সুযোগ পেলেন জবি শিক্ষার্থী

জবি ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী নুরুন নাহার শ্রাবণী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী নুরুন নাহার শ্রাবণী যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিচালিত এসইউএসআই ফর গ্লোবাল স্টুডেন্ট লিডার্স প্রোগ্রামে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। আগামী জুন-জুলাই মাসে তিনি নেভাডায় এক মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইউএস অ্যাম্বাসি: এক্সচেঞ্জ অপরচুনিটিস’ সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে তিনি এ সুযোগ লাভ করেছেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওই শিক্ষার্থী।

এ সময় উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামসুন নাহার। তিনি নিজেও একজন ইউএস এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী।

উপাচার্য শ্রাবণীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আন্তর্জাতিক পরিসরে আমাদের শিক্ষার্থীদের এমন স্বীকৃতি উচ্চশিক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রতিফলন।”

নিজের অনুভূতি জানিয়ে শ্রাবণী রাইজিংবিডি ডটকমকে বলেন, “বিশ্বমঞ্চে দেশ ও বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের গর্বের মুহূর্ত। আল্লাহর অশেষ রহমত, মায়ের দোয়া এবং শিক্ষকদের সহায়তায় আজকের এ অর্জন। বিশেষ কৃতজ্ঞতা অধ্যাপক শামসুন নাহার ম্যামের প্রতি, তার সেমিনারই ছিল আমার যাত্রার শুরু।”

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিক্ষার্থী এসইউএসআই প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ ও শিক্ষার্থীদের গ্লোবাল এক্সপোজারের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়