ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ১৪ মে ২০২৫  
জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি তিতুমীর কলেজে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টায় কলেজের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

এ সময় তাদের ‘জগন্নাথে হামলা কেন?, ইন্টারিম জবাব চাই’, ‘শিক্ষক লাঞ্ছিত কেন?, ইন্টারিম জবাব চাই’, ‘শিক্ষার সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষা সংস্কার, এখনই দরকার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আরো পড়ুন:

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশ বর্বর হামলা চালিয়েছে। যদি আবারো শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়, তাহলে হাসিনার মতো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে।

এ সময় শিক্ষার্থীরা সরকারকে অনতিবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান।

আবাসন সমস্যার সমাধানসহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা পদযাত্র করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন।

ঢাকা/হাফছা/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়