ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

মা দিবসে গদ্য-গল্প লেখা প্রতিযোগিতায় সেরা লেখক হলেন যারা

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২৬ মে ২০২৫   আপডেট: ১৯:৩৪, ২৬ মে ২০২৫
মা দিবসে গদ্য-গল্প লেখা প্রতিযোগিতায় সেরা লেখক হলেন যারা

রাইজিংবিডি আয়োজিত প্রতিযোগিতায় নির্বাচিত সেরা লেখকগণ

মা দিবস উপলক্ষে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম ‘আমার মা’ বিষয়ে গদ্য-গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করে। গত ১০ মে ছিল লেখা পাঠানোর শেষ তারিখ।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মাকে নিয়ে তাদের অনুভূতি লিখে পাঠান। সেখান থেকে বাছাইকৃত সেরা ৩৮টি গল্প ১১ মে মা দিবসে রাইজিংবিডিতে প্রকাশিত হয়। প্রকাশিত গল্পগুলো থেকে সেরা তিনটি গল্প বাছাই করেন বিচারকগণ।

বিচারকদের রায়ে প্রতিযোগিতায় সেরা লেখক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বায়োটেকনোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান (‘ওষুধ লাগবে না, সকালে ছেলের টাকা পাঠানো লাগবে’), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্যের শিক্ষার্থী মোছা. ফারহানা জেবিন লিজা (দুর্ভাগ্যই আমার মায়ের ভাগ্য) এবং মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আফরোজা খাতুন (মায়ের বকা শুনতে শুনতে আমরা ‘নির্বাণ লাভ’ করেছিলাম)।

আরো পড়ুন:

নির্বাচিত প্রত্যেক সেরা লেখক পাবেন ৫ হাজার টাকার বই।

ঢাকা/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়