ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে ‘ফিল্ড ট্রিপ’

ক্যাম্পাস প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ২২:৩৯, ১৫ জুলাই ২০২৫
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে ‘ফিল্ড ট্রিপ’

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের ‘ফিল্ড ট্রিপ’

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ‘ফিল্ড ট্রিপ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্ক ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এছাড়া কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে ছবি তোলেন। পাশাপাশি বৃষ্টি উপভোগ করেন এবং প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন।

আরো পড়ুন:

জার্নালিজম বিভাগের এই ফিল্ড ট্রিপের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদেরকে বাস্তবিক রিপোর্টিং, ফিচার রচনা এবং ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি ও ছবি তোলার দক্ষতার উন্নতি ঘটানো। জার্নালিজম বিভাগের শিক্ষার্থী তাসমিম তিয়াস বলেন, “এ ধরনের ফিল্ড ট্রিপ জরুরি। কারণ আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়।”

বিভাগের আরেক শিক্ষার্থী মোমেনুল ইসলাম মমিন বলেন, “ঘুরলাম। ছবি তুললাম। বৃষ্টিও ছিল। ফিল্ড ট্রিপ কার্যক্রমকে স্বাগত জানাই কারণ অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়।”

বিভাগের আরেক শিক্ষার্থী ওয়াহিদা নাসরীন সৃষ্টি বলেন, ‘‘আমরা অনেক সুন্দর সময় কাটালাম। যেটুকু সময় আমরা জিন্দা পার্কে ছিলাম, মনে হচ্ছিল খুব সুন্দর এখানের প্রকৃতি ও পরিবেশ।”

জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী মুরাদ বলেন, ‘‘ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা প্রাকটিক্যাল নলেজ ধারণ করতে পারে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়।”

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. অলিউর রহমান বলেন, “গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা আজ মাঠে বেড়িয়ে পড়ছে ‘জীবনের গল্প' তুলে আনার জন্য। জনজীবন ও প্রকৃতি থেকে নেওয়া গল্পে ভর করে ওরা ফিরে এসে লিখবে সংবাদ কাহিনি, তথ্য সংগ্রহের শিল্পকলা, ফিচারের মানবিক আবেদনে সিক্ত ‘জীবন জয়ের গল্প' এবং ‘মাঠ থেকে পাওয়া পাঠের নন্দিত শিখন'। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জীবনমুখী এই অদম্য শিখন-সফরের জন্য আমার নিরন্তর শুভকামনা ও অভিনন্দন।

এই ফিল্ড ট্রিপে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ইয়াসমীন, লেকচারার এবং জেএমসির ক্লাব মডারেটর মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া, জেএমসির ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়