ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহী কলেজে ‘প্লাস্টিক দিন গাছ নিন’ কর্মসূচি

রাজশাহী কলেজ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২১ আগস্ট ২০২৫  
রাজশাহী কলেজে ‘প্লাস্টিক দিন গাছ নিন’ কর্মসূচি

পরিবেশবাদী যুব-সংগঠন গ্রিন ভয়েসের উদ্যোগে ‘প্লাস্টিকের বোতল দিন, পরিবেশবান্ধব গাছ নিন’ প্রতীকী স্লোগানে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টায় সংগঠনটির রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুনের নেতৃত্বে  কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বৃক্ষরোপণে উৎসাহ প্রদানে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু যহুর আলী, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মোহা. ওলিউর রহমান, গ্রিন ভয়েস রাজশাহী কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আশিক আলীসহ প্রমুখ। 

এ সময় রাবেয়া খাতুন বলেন, “প্লাস্টিকের বোতল দিন পরিবেশ বান্ধব গাছ নিন’- মূলত একটি প্রতীকী স্লোগান হিসেবে ব্যবহার করে সবার মাঝে প্লাস্টিকের ক্ষতিকর বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি আমাদের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় শিক্ষার্থী মাঝে প্লাস্টিক বোতলের বিপরীতে ৩০০টি বিভিন্ন প্রজাতির গাছ আমরা বিতরণ করেছি।”

তিনি বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বেশ ছাড়া ফেলেছে এবং সবুজ পৃথিবীর গড়ে তুলতে ভবিষ্যতে আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।”

এ কর্মসূচির আওতায় অর্জুন, পলাশ ফুল, বিদেশি শিমুল গাছ, শিউলি ফুল, কাঞ্চন ফুলসহ বিভিন্ন প্রজাতির ৩০০ গাছ বিতরণ করা হয়। 

এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। আয়োজনের শুরু থেকেই তারা উৎসাহের সঙ্গে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছ নিতে ভিড় জমিয়েছেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী গাছ গ্রহণ করেছেন।

ঢাকা/ফারজানা/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়