ঢাবিতে দুই জায়ান্ট স্ক্রিনের সামনে হাজারো দর্শক
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়ান্ট স্ক্রিনের সামনে হাজারো দর্শক। বৃহস্পতিবার রাতে।
এশিয়া কাপ ক্রিকেটের অঘোষিত ফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামা বাংলাদেশের খেলা দুটি জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা বসেছেন তার সামনে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকে বাংলাদেশের খেলা উপভোগ করছেন শিক্ষার্থীরা। ১৩৬ রানের মতো সহজ স্কোরে পাকিস্তানকে আটকে রাখতে পারায় উচ্ছ্বসিত দর্শকরা, জয়ের প্রত্যাশায় সবাই চোখ রেখেছেন স্ক্রিনে।
বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের খেলার মাঠে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছে ডাকসু। আর টিএসসিতে এই ব্যবস্থা করেছে ছাত্রদল।
উভয় জায়গাতেই রয়েছে হাজার হাজার দর্শক। শিক্ষার্থীদের যেমন অংশগ্রহণ রয়েছে, তেমনি এখানে রিকশাওয়ালা থেকে সব শ্রেণির মানুষের আনাগোনা চোখে পড়েছে।
ম্যাচে বাংলাদেশের পক্ষের প্রতি মুহূর্ত উৎযাপন করছে দর্শকরা; যেন সবাই বাংলাদেশের একাদশে খেলছে।
মুহসীন হলের মাঠে এক দর্শক রাইজিংবিডি ডটকমকে বলেন, গত ফুটবল বিশ্বকাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল। ক্রিকেট খেলা এবারই প্রথম বড় পর্দায় দেখানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা খুবই আনন্দের। আজকে বাংলাদেশ অবশ্যই জিতবে। পাকিস্তান তো কম রানই করেছে।
ঢাবির প্রত্যেকটি হলেই টিভি রুমেও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। সব মিলে অধিকাংশ শিক্ষার্থীরই যেন এখন একটাই চিন্তা, বাংলাদেশকে জিততে হবে।
অবশ্য এই খবর লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৪ রান। এতে অনেকের মধ্যে অস্বস্তিও লক্ষ্য করা গেছে। তবে শেষ বল পর্যন্ত লড়াইটা দেখতে চান তারা।
ঢাকা/সৌরভ/রাসেল